Wellcome to National Portal

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর রিপোর্ট প্রকাশ

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড

সম্প্রতি কর্মকান্ডঃ

 

০১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ড্রাস্ট্রি এন্ড লেবার উইং কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত জরিপ-২০১৮ ( Survey of Economic Establishments-2018‍)’ শীর্ষক জরিপের আওতায় দেশের প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের অবস্থান সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্পন্ন

 

০২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ-২০১৮ আওতায় আগামী ১৫/০৪/১৮ খ্রিঃ- ০৩/০৫/১৮ খ্রিঃ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

চলমান

 

০৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন  অর্থনৈতিক শুমারি-২০১৩ প্রকল্পের আওতায় প্রথমবার আন্তজাতিক মানসম্পন্ন স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার প্রস্তুতের উদ্দ্যোগ গ্রহণ করেছে যা আগামী ১৮/০৪/১৮ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।

চলমান

 

০৪

তাঁত শুমারি-২০১৮ এর ১ম জোনাল অপারেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মে/১৮ খ্রিঃ মাসের ২য় সপ্তাহে চুড়ান্ত কাজ অনুষ্ঠিত হবে।

চলমান

 

০৫

এমএসভিএসবি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৩০ টি পিএসইউ এর স্থানীয় রেজিস্টার গণের মাধ্যমে মার্চ/১৮ খ্রিঃ মাসের জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বসবাস  সর্ম্পকে তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দুইটি শুমারির মধ্যবর্তী সময়ে এ দেশের জনসংখ্যা নিরুপণ, জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির হার নির্ধারণ ও বিভিন্ন জনতাত্ত্বিক সূচক নির্ধারণ করা হয়।

সম্পন্ন

 

০৬

মূল্যস্ফীতি নির্ধারনের জন্য ০৪ টি দরছকের মাধ্যমে ফুড ও নন ফুড দ্রব্য সামগ্রী এবং সেবার মূল্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

চলমান

 

০৭

এপ্রিল/১৮ ইং মাসের কৃষি মজুরীর তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠভাবে চলছে। কৃষি মজুরীর হার নিরুপণে এই তথ্য প্রয়োজন।

চলমান

 

০৮

বিবিএস এর এগ্রিকালচার উইং এর নিয়মিত কাজ হিসাবে জেলা পরিসংখ্যান অফিস, কুড়িগ্রামের আওতায় সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে এপ্রিল/১৮ ইং মাসে বোরো ফসলের নমুনা কর্তন তালিকা প্রস্তুত, বোরো ফসলের নমুনা কর্তন, গম ফসলের আনুমানিক হিসাব, গম ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ফসল সমূহের অধীন আবাদি জমির পরিমাণ, একর প্রতি ফলন হার প্রভৃতি তথ্য জানা যায়। জাতীয় আয় ও জিডিপি নিরুপণে এসব ফসলের হিসাব প্রয়োজন হয়।

চলমান

 

০৯

বিবিএস এগ্রিকালচার উইং এর নিয়মিত কাজ হিসাবে জেলা পরিসংখ্যান অফিস কুড়িগ্রামের আওতায় সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে এপ্রিল/১৮ ইং মাসে পিঁয়াজ, রসুন, মটর, মুগ,অড়হর, ছোলা, মসুর, তামাক, সয়াবিন, বেল, ডাব, তালের রস ও পাকা পেঁপে ইত্যাদি ফসলের অধীন আবাদি জমির পরিমাণ, একর প্রতি ফলন হার তথ্য সংগ্রহ কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় আয় ও জিডিপি নিরুপণে এসব ফসলের হিসাব প্রয়োজন হয়।

চলমান