Wellcome to National Portal

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর রিপোর্ট প্রকাশ

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিচালিত জেলা পরিসংখ্যান কার্যালয়, কুড়িগ্রাম তার মাঠ পর্যায়ের সকল ধরনের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এর মধ্যে কৃষি বিষয়ক তথ্য সংগ্রহের জন্য কৃষি পরিসংখ্যান সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান (১৯১ টি ক্লাষ্টার জরিপ পরিচালনার জন্য প্রশিক্ষণ, ১২৬ টি প্রধান ও অপ্রধান ফসলের তথ্য সংগ্রহ বিষয় প্রশিক্ষণ, প্রধান ফসলের মূল্য ও উৎপাদন জরিপ প্রশিক্ষণ, ভূমি ব্যবহার ও সেচ জরিপ, কৃষি মজুরী বিষয়ক প্রশিক্ষণ ইত্যাদি)। এছাড়াও বিভিন্ন সময়ে পরিচালিত শুমারি ও জরিপ সম্পাদনের জন্য প্রশিক্ষণ প্রদান, অফিস সঠিকভাবে পরিচালনার জন্য অফিস ব্যবস্হাপনা সংক্রান্ত প্রশিক্ষণ ও অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমরা জানি, কর্মকর্তা/কর্মচারীদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের জ্ঞান, দক্ষতা বাড়ে এবং একই সাথে কাজের গুণগত মান সঠিক ও কার্যকরী হয়। এ জন্যই সরকার বছরে একজন কর্মকর্তা/কর্মচারীর জন্য ৬০ (ষাট) ঘন্টা প্রশিক্ষণের ব্যবস্হা করেছেন। তাই প্রতিটি বিভাগে প্রশিক্ষণের ব্যবস্হা থাকা জরুরী।