সেবা পাওয়ার ধাপসমূহঃ
তথ্য অধিকার আইন ২০০৯ মোতাবেক নিমোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক কাঙ্খিত তথ্য পেতে পারেনঃ
০১। কাঙ্খিত তথ্য পেতে উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, কুড়িগ্রাম বরাবর নির্ধারিত আবেদনপত্রের নমুনায়/ফরমে সরাসরি/ই-মেইলে/ফেজবুক পেজের মাধ্যমে আবেদন করতে পারেন।
০২। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্র পাওয়ার পর ২০ (বিশ) দিনের মধ্যে ক্ষেত্র বিশেষ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সফট কপি/ই-মেইল/হার্ডকপি/ফটোকপি/সিডি কপিতে তথ্য প্রদান করবেন।
০৩। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানে অপারগ হলে, আবেদনকারীকে নির্ধারিত ফরমেটের নমুনার মাধ্যমে ১০ (দশ) দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করবেন।
০৪। আবেদনকারী তথ্য না পেলে বা কোন প্রকার সংক্ষুব্ধ হলে নির্ধারীত নমুনা/ফরমে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন।
০৫। আপীল কর্তৃপক্ষ আবেদন পাওয়ার ১৫ (পনের) দিনের মধ্যে আপীল নিষ্পত্তি করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS