সম্প্রতি কর্মকান্ডঃ
০১ |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ড্রাস্ট্রি এন্ড লেবার উইং কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত জরিপ-২০১৮ ( Survey of Economic Establishments-2018)’ শীর্ষক জরিপের আওতায় দেশের প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের অবস্থান সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। |
সম্পন্ন |
|
০২ |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ-২০১৮ আওতায় আগামী ১৫/০৪/১৮ খ্রিঃ- ০৩/০৫/১৮ খ্রিঃ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে । |
চলমান |
|
০৩ |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন অর্থনৈতিক শুমারি-২০১৩ প্রকল্পের আওতায় প্রথমবার আন্তজাতিক মানসম্পন্ন স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার প্রস্তুতের উদ্দ্যোগ গ্রহণ করেছে যা আগামী ১৮/০৪/১৮ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে। |
চলমান |
|
০৪ |
তাঁত শুমারি-২০১৮ এর ১ম জোনাল অপারেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মে/১৮ খ্রিঃ মাসের ২য় সপ্তাহে চুড়ান্ত কাজ অনুষ্ঠিত হবে। |
চলমান |
|
০৫ |
এমএসভিএসবি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ৩০ টি পিএসইউ এর স্থানীয় রেজিস্টার গণের মাধ্যমে মার্চ/১৮ খ্রিঃ মাসের জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বসবাস সর্ম্পকে তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দুইটি শুমারির মধ্যবর্তী সময়ে এ দেশের জনসংখ্যা নিরুপণ, জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির হার নির্ধারণ ও বিভিন্ন জনতাত্ত্বিক সূচক নির্ধারণ করা হয়। |
সম্পন্ন |
|
০৬ |
মূল্যস্ফীতি নির্ধারনের জন্য ০৪ টি দরছকের মাধ্যমে ফুড ও নন ফুড দ্রব্য সামগ্রী এবং সেবার মূল্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। |
চলমান |
|
০৭ |
এপ্রিল/১৮ ইং মাসের কৃষি মজুরীর তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠভাবে চলছে। কৃষি মজুরীর হার নিরুপণে এই তথ্য প্রয়োজন। |
চলমান |
|
০৮ |
বিবিএস এর এগ্রিকালচার উইং এর নিয়মিত কাজ হিসাবে জেলা পরিসংখ্যান অফিস, কুড়িগ্রামের আওতায় সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে এপ্রিল/১৮ ইং মাসে বোরো ফসলের নমুনা কর্তন তালিকা প্রস্তুত, বোরো ফসলের নমুনা কর্তন, গম ফসলের আনুমানিক হিসাব, গম ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ফসল সমূহের অধীন আবাদি জমির পরিমাণ, একর প্রতি ফলন হার প্রভৃতি তথ্য জানা যায়। জাতীয় আয় ও জিডিপি নিরুপণে এসব ফসলের হিসাব প্রয়োজন হয়। |
চলমান |
|
০৯ |
বিবিএস এগ্রিকালচার উইং এর নিয়মিত কাজ হিসাবে জেলা পরিসংখ্যান অফিস কুড়িগ্রামের আওতায় সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে এপ্রিল/১৮ ইং মাসে পিঁয়াজ, রসুন, মটর, মুগ,অড়হর, ছোলা, মসুর, তামাক, সয়াবিন, বেল, ডাব, তালের রস ও পাকা পেঁপে ইত্যাদি ফসলের অধীন আবাদি জমির পরিমাণ, একর প্রতি ফলন হার তথ্য সংগ্রহ কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় আয় ও জিডিপি নিরুপণে এসব ফসলের হিসাব প্রয়োজন হয়। |
চলমান |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS