আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ও অন্যান্য শুমারীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান।
এমএসভিএসবি প্রকল্প ও অন্যান্য জরিপের মাধ্যমে জনতাত্ত্বিক তথ্য (মোট জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, জন্মহার, মৃত্যুহার, শিশু মৃত্যুর, মাতৃমৃত্যুরহার, পাঁচ বছরের কম বয়সের মৃত্যুহার, শিক্ষার হার, মোট প্রজনন হার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, নারী-পুরুষের বিবাহের গড় বয়স, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ইত্যাদি) প্রদান করা। এছাড়াও মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরুপণ ও প্রকাশ;
ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বর্হিভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI) নিরূপণ ও প্রকাশ;
জরিপের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রস্তুত ও প্রকাশ;
মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণের জন্য gender statistics প্রস্তুত ও প্রকাশ;
খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ ।
কৃষি বিষয়ে ১২৬ (একশত ছাব্বিশ) টি ফসলের (৬ টি প্রধান ও ১২০ অপ্রধান) উৎপাদন, উৎপাদন খরচ, সংশ্লিষ্ট ফসলাধীন জমির পরিমাণ ইত্যাদি তথ্য প্রদান করা হয়।